মন্ত্রী-সরকারি কর্মীদের বেতন কমাচ্ছে পাকিস্তান

দেশ রূপান্তর পাকিস্তান প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ১৫:৩৭

আর্থিক সংকটে বিপর্যস্ত পাকিস্তান। মুদ্রাস্ফীতির কবলে পড়ে সাধারণ মানুষের পরিস্থিতি শোচনীয়। নিরুপায় সরকারও। সংকটে পড়ে শেষ পর্যন্ত সরকারি কর্মীদের বেতনেও কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।


পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি বুধবার (২৫ জানুয়ারি) জানিয়েছে, অর্থনীতির দুরবস্থার সঙ্গে লড়তে একাধিক পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। যার মধ্যে রয়েছে সরকারি কর্মীদের বেতন কমানোর বিষয়টি।


জানা গেছে, সব মিলিয়ে ১০ শতাংশ পর্যন্ত বেতন কমানো হতে পারে সরকারি কর্মীদের। শুধু তাই নয়, সরকারি খরচেও রাশ টানতে চাইছে পাকিস্তান। সে জন্য নেতা-মন্ত্রীদের খরচও ১৫ শতাংশ কমানো হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও