ভারতের আরআরআরে কেন মজল পশ্চিমারা?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ১৫:৩২

আরআরআর মুক্তি পেয়েছে ১০ মাস হয়ে গেল, তবে এর জয়রথ এখনও চলছে। নানা আলোচনায় এখনও সদর্প উপস্থিতি ভারতের এই সিনেমার। কিছুদিন আগে সিনেমাটির ‘নাটু নাটু’ গানটি গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে। অস্কারেও সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়ে গেছে গানটি। বলিউডেরও নয়, দক্ষিণ ভারতের এই সিনেমা নিয়ে কেন এত শোরগোল, তার কারণ খুঁজেছেন বিবিসির মেরিল সেবাস্টিয়ান।


নির্মাতা এস এস রাজামৌলি আগেই বলেছেন, ভারতীয় দর্শকদের কথা মাথায় রেখেই আরআরআর বানিয়েছেন তিনি। তবে মুক্তির পর দেখা গেল, ভৌগলিক সীমানা ছাড়িয়েছে সিনেমাটির জনপ্রিয়তা, যেখানে তেলুগু ভাষার তারকা রাম চরণ এবং এনটিআর জুনিয়র ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দুই উদ্যমী যুবকের লড়াইয়ের গল্প রূপায়ন করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও