যে কোনো সময়ের তুলনায় ধ্বংসের কাছাকাছি বিশ্ব: ডুমসডে ক্লক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:২৪
পৃথিবী যে কোনো সময়ের তুলনায় ধ্বংসের কাছাকাছি পর্যায়ে চলে আসছে। এমনই সতর্কবার্তা দিয়েছে ‘ডুমসডে ক্লক’।
এই প্রতীকী ঘড়ির মাধ্যমে ধ্বংসের কতোটা কাছাকাছি মানব সভ্যতা পৌঁছেছে, সেটি নির্ধারণ করেন বিভিন্ন বিশ্লেষক ও বিজ্ঞানী। এই ঘড়ির কাঁটা ১০ সেকেন্ড এগিয়ে যাওয়ায় প্রতিকী ‘মধ্যরাতে পৌঁছানোর সময়’ নেমে এসেছে ৯০ সেকেন্ডে।
‘মধ্যরাত’ বলতে এখানে পৃথিবী ধ্বংসের মুহূর্তকে বোঝানো হয়েছে।
মার্কিন ম্যাগাজিন ‘বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস’-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে পৃথিবীতে পারমানবিক যুদ্ধের ঝুঁকির পাশাপাশি অন্যান্য সমস্যাও বেড়েছে। এর মাধ্যমে ডুমসডে ক্লক নিজের সময় নির্ধারণ করে বলে উঠে এসেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে।