
কিউইদের হারিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল এখন ভারত
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ১২:২৯
দ্বিতীয় ওয়ানডেতে ভারতের কাছে হেরেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আসনটা হারিয়েছিল নিউজিল্যান্ড। তাতে কয়েক দিনের জন্য হলেও ইংল্যান্ড শীর্ষে থাকার সুযোগ পেয়েছিল। তবে কিউইদের হোয়াইটওয়াশের পর শীর্ষস্থানটা নিজেদের দখলে নিতে পেরেছে ভারতীয় দল। যারা এই কয়দিন তিনে অবস্থান করছিল।
অবশ্য তৃতীয় ওয়ানডের আগেই বিষয়টা নিশ্চিত হয়েই ছিল। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে ভারত শীর্ষস্থান দখলে নেবে। ইংল্যান্ড নেমে গেছে দুইয়ে, নিউজিল্যান্ড চারে। এই সিরিজ জয়ের পর শীর্ষে থাকা ভারতের রেটিং ১১৪। দুইয়ে থাকা ইংল্যান্ডের ১১৩, তিনে উঠে আসা অস্ট্রেলিয়ার ১১২। চারে নেমে যাওয়া নিউজিল্যান্ডের ১১১। অথচ মঙ্গলবারের ম্যাচের আগে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের সমান রেটিং (১১৩) ছিল। পরে সার্বিক পয়েন্টের বিষয়টি পার্থক্য গড়ে দিতে ভূমিকা রেখেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৩ মাস আগে