এনজিওর তহবিলেও সংকটের ধাক্কা, ছ’মাসে কমেছে ৭৬ শতাংশ

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ১২:২৫

বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) মাধ্যমে আসা অর্থের প্রতিশ্রুতিতেও লেগেছে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ধাক্কা। কমে গেছে এনজিওর তহবিল সরবরাহে দাতাদের প্রতিশ্রুতি।


এনজিওর মাধ্যমে সহায়তার ক্ষেত্রে সাম্প্রতিক বিদেশি দাতাদের প্রতিশ্রুতির তথ্য পর্যালোচনা করে এমন তথ্য মিলছে। এনজিও ব্যুরো এ তথ্য প্রকাশ করে।


প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর ছয় মাসে ৯৪৭টি প্রকল্পের বিপরীতে ২ হাজার ৯৮৬ কোটি ৭২ লাখ টাকার সহায়তা প্রতিশ্রুতি এসেছে। এ প্রতিশ্রুতি ও প্রকল্প গত বছরের একই সময়ের চেয়ে ঢের কম।  


২০২১-২২ অর্থবছরের প্রথম ছয়মাসে ১ হাজার ৩০ প্রকল্পের বিপরীতে প্রতিশ্রুতি এসেছিল ৪ হাজার ৩৮৪ কোটি ৮ লাখ ৪৫ হাজার ৫৭৫ টাকা। পুরো বছরে ২ হাজার ৬১টি প্রকল্পের বিপরীতে ৮ হাজার ৭৬৮ কোটি ১৬ লাখ ৯১ হাজার ১৫০ টাকা সহায়তা প্রতিশ্রুতি পাওয়া যায়। অর্থাৎ প্রতিশ্রুতি হ্রাসের হার ৭৬ শতাংশ।


এনজিওর মাধ্যমে সহায়তা বা স্বল্প সুদের ঋণ হিসেবে আসা তহবিলের প্রতিশ্রুতির বিগত বছরগুলোর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিবছরই তহবিল সরবারহে প্রতিশ্রুতি বেড়েছে। ২০১৬-১৭ অর্থবছরে প্রতিশ্রুতি ছিল ৪৯১৫ কোটি ৮০ লাখ টাকার; ২০১৭-১৮ অর্থবছরে ৭০২২ কোটি ৯০ লাখ টাকা; ২০১৮-১৯ অর্থবছরে ৯১১৮ কোটি ৩৬ লাখ টাকা; ২০১৯-২০ অর্থবছরে ৭৫৫৯ কোটি ৬৪ লাখ টাকা এবং ২০২০-২১ অর্থবছরে ৮৪৫৫ কোটি ২০ লাখ টাকার প্রতিশ্রুতি এসেছিল।  


২০১৭ সালের শেষের দিকে মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হলে সেখানকার রোহিঙ্গারা বাংলাদেশে পাড়ি জমায়। সে সময় বাংলাদেশের পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ও এগিয়ে আসে। এর প্রভাবে এনজিওর মাধ্যমে তহবিলের প্রতিশ্রুতি অস্বাভাবিক হারে বাড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও