You have reached your daily news limit

Please log in to continue


আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ

গত বছরটা স্বপ্নের মতো কেটেছে মেহেদী হাসান মিরাজের। ব্যাটে-বলে দারুণ ধারাবাহিক ছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিটা বছরের শুরুতেই পেয়ে গেলেন তিনি। আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা হয়েছে মিরাজের। 

মঙ্গলবার ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সেরা একাদশে বাংলাদেশ থেকে কেবল মিরাজই আছেন। প্রথমবারের মতো এই একাদশে জায়গা হলো তার। দলটির অধিনায়ক করা হয়েছে ব্যাট হাতে দুর্বার সময় কাটানো পাকিস্তানের বাবর আজমকে। 

ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া থেকে দুজন করে ক্রিকেটারের জায়গা হয়েছে একাদশে। এ ছাড়া ইংল্যান্ড, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার আছেন। আইসিসির ভোটিং একাডেমির ভোট, ক্রীড়া সাংবাদিক ও অনলাইনে ক্রিকেট অনুসারীদের ভোটে চূড়ান্ত করা হয়েছে এই একাদশ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন