আ'লীগের সমাবেশে যোগ দিতে ট্রেন ভাড়া করছেন এমপি!

সমকাল প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ২১:৩৭

আগামী ২৯ জানুয়ারি আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। এ সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের জন্য বিশেষ ট্রেন ভাড়া করছেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।


এরই মধ্যে তিনি রেল মন্ত্রণালয় বরাবর আবেদনও করেছেন। ট্রেন ভাড়ার প্রক্রিয়ায়ও প্রায় শেষের দিকে বলে সমকালকে জানিয়েছেন এমপি মিল্লাত। আজ সোমবার এসব তথ্য জানান তিনি।


তিনি জানান, যে কেউই বিশেষ অনুষ্ঠানের জন্য ট্রেন ভাড়া নিতে পারেন। এটি ব্রিটিশ আমল থেকেই বাংলাদেশ রেলের আইনেই রয়েছে। আর সেজন্য তিনি ১০ থেকে ১২ দিন আগে আবেদন করেছেন। খুব শিগগিরই রেল বিভাগ থেকে অনুমতি পাবেন বলে বিশ্বাস তার। ট্রেনটি বাজার স্টেশন-জামতৈল হয়ে রাজশাহীর সমাবেশ শেষে নিজ গন্তব্যে ফিরবে।


সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী ওই বিশেষ ট্রেনে বগি থাকবে ১৫টি। প্রতি বগিতে আসন সংখ্যা ১০৫টি। সিরাজগঞ্জ থেকে রাজশাহীর ভাড়া মাত্র দেড়শ টাকা। সে হিসেবে যাওয়া-আসায় ভাড়া পরিশোধ করতে হবে ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও