শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতার নামে জিডি

সমকাল কুড়িগ্রাম প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ২১:৩৭

কুড়িগ্রামে এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। কয়েক শিক্ষার্থীর ভর্তি বাতিলের জেরে অপদস্থ হওয়ার দাবি করেছেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবদুল হাই সিদ্দিকী। গত রোববার স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় জিডি করেছেন ভুক্তভোগী। অভিযুক্ত অভিভাবকের নাম মাসুদ রানা। তিনি জেলা বিএনপির সহশিক্ষা সম্পাদক।


বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একাধিক নামে ভর্তির আবেদন করায় ৪২ ছাত্রছাত্রীর ভর্তি চূড়ান্ত হলেও পরে তা বাতিল করে মন্ত্রণালয়। এ বিষয়ে কথা বলতে এসে প্রধান শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন কয়েকজন অভিভাবক। এ সময় শিক্ষক আবদুল হাই এগিয়ে এলে তাঁর ওপর চড়াও হন এবং একাধিকবার মারতে উদ্যত হন মাসুদ রানাসহ কয়েকজন অভিভাবক। কিছুক্ষণ পর সেই সময়ের ৫৬ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও