You have reached your daily news limit

Please log in to continue


আসছে হার্লে ডেভিডসনের নাইটস্টার বাইক

বিশ্বের অন্যতম জনপ্রিয় ডু-হুইলার নির্মাতা হার্লে ডেভিডসন। গ্রাহকদের জন্য নতুন নতুন বাইক আনছে প্রতিনিয়ত। এবার সংস্থার নাইটস্টার বাইকটি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। যদিও আন্তর্জাতিক বাজারে অনেকদিন থেকেই গ্রাহকদের মুগ্ধ করেছে বাইকটি। তবে ভারতে আসছে বাইকটির আপডেট ভার্সন।

নাইটস্টার বাইকটিতে থাকবে রাউন্ড এয়ার ইনটেক কভার, কাটা ফেন্ডার, টুইন রিয়ার শক এবং একটি টিয়ার ড্রপ আকৃতির জ্বালানি ট্যাঙ্ক। অন্যদিকে, বাইকটিতে ফুল-এলইডি আলো এবং ট্র্যাকশন নিয়ন্ত্রণে একটি অ্যাসিস্ট ও স্লিপ মেকানিক্যাল ওয়েট ক্লাচ দেওয়া হবে।

বাইকটিতে একটি ৯৭৫সিসি, ৬০-ডিগ্রি, ভি-টুইন ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ৭৫০০ আরএমপি-এ ৯০ বিএইচপি শক্তি এবং ৫৭৫০ আরএমপি-এ ৯৫ এনএম পিক টর্ক জেনারেট করবে। বাইকটিতে একটি ৬-স্পিড ট্রান্সমিশন থাকবে। ব্রেকিং সিস্টেমের জন্য বাইকটিতে টেলিস্কোপিক ফর্ক এবং ডুয়াল স্প্রিংস রয়েছে। এছাড়াও একটি স্টিলের টিউবুলার ফ্রেমে নির্মিত হয়েছে বাইকটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন