রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের অভিযানে গোলাগুলি, ২ জঙ্গি নেতা গ্রেপ্তার
কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন 'জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র শীর্ষ পর্যায়ের দুই নেতাকে গোলাবারুদসহ গ্রেপ্তারের খবর জানিয়েছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, সোমবার ভোর থেকে কুতুপালং ক্যাম্প সংলগ্ন এলাকায় জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলির পর ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন– জঙ্গি সংগঠনটির শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রণবীর এবং তার সহযোগী 'বোমা বিশেষজ্ঞ' বাশার। তাদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছেন র্যাব।