মসিকে ১ লাখ ১৫ হাজার শিশু পাবে কৃমিনাশক ওষুধ
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এলাকায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৩ উপলক্ষে ১ লাখ ১৫ হাজার শিশুকে কৃমিনাশক ওষুধ সেবনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরীর ৩৩টি ওয়ার্ডে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সমপর্যায়ের মাদরাসা মক্তব ও এতিমখানা সমূহে ৫ থেকে ১৬ বছর বয়সি সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত শিশু, পথশিশু ও শ্রমজীবী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে বলেও জানান এ কর্মকর্তা।
এর আগে সকালে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।