![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2014%252F02%252F16%252F5300f8725c50c-b-2.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
ভারতে আবারও সোনার দামে রেকর্ড
ভারতীয় উপমহাদেশে বিয়ের ভরা মৌসুম শীতকাল। উপমহাদেশের বিয়ের অনুষ্ঠানের অন্যতম অনুষঙ্গ হচ্ছে সোনার গয়না। কিন্তু ঠিক সেই সময়ে ভারতসহ বাংলাদেশও সোনার দাম রেকর্ড উচ্চতায়।
গত শুক্রবার পশ্চিমবঙ্গের কলকাতার বাজারে ১০ গ্রাম পাকা সোনার দাম (২৪ ক্যারেট) ৫৭ হাজার ৮০০ রুপিতে উঠে যায়। জিএসটি যোগ করলে দাম পড়ে যায় প্রায় ৬০ হাজার রুপি। আজ সকালে অবশ্য দাম কিছুটা কমে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫০ রুপি।
তার সঙ্গে জিএসটি যোগ করলে যা দাঁড়ায় ৫৭ হাজার ৪০০ রুপির বেশি। গয়না ব্যবসায়ীদের দাবি, এই পরিস্থিতিতে অনেক ছোট দোকানের বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে থাকলেও ভারতের আমজনতার কাছে সোনার এই দাম অনেক বেশি। ফলে ব্যবসার ভবিষ্যৎ খুব ভালো নয় বলেই তাঁরা মনে করছেন। খবর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের।