নারকেল তেল ত্বকের জন্য কতটা উপকারী?

সমকাল প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ১২:৩৬

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সবাই কমবেশি চেষ্টা করেন। অনেকেই হয়তো জানেন না, ত্বকের যত্নে নারকেল তেলের জুড়ি নেই। নারকেল তেল চুলের জন্য যতটা উপকারী ত্বকের জন্যও ঠিক ততটাই ভালো। তবে নারকেল তেল ব্যবহারের কিছু নিয়ম আছে। ত্বকের যত্নে সেসব জানা জরুরি।


যাদের তেলতেলে ত্বক, তারা সরাসরি মুখে তেল মাখবেন না। বরং ফেসপ্যাকে উপাদান হিসেবে রাখুন নারকেল তেল। যাদের ত্বক শুষ্ক তারা সরাসরি ক্রিমের মতো মুখে নারকেল তেল লাগাতে পারেন। বাজারচলতি চুলের জন্য তৈরি নারকেল তেল না কিনে এক্সট্রা ভার্জিন নারকেল তেল কিনুন। এই তেল সাধারণ নারকেল তেলের চেয়ে হালকা, পরিশুদ্ধও বেশি। নিয়মিত নারকেল তেলের ব্যবহার ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট করে ত্বকে সংক্রমণ প্রতিরোধ করে। ত্বকে কোনওরকম জ্বালাপোড়া ভাব হলে তা কমাতেও নারকেল তেল যথেষ্ট কার্যকর। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও