You have reached your daily news limit

Please log in to continue


বিশ্ববাজারে কমলে দেশেও জ্বালানি তেলের দাম কমাতে হবে

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর কমলেই দেরি না করে দেশের বাজারেও কমানোর আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বারের (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির কারণেই দেশের বাজারে দর বেড়েছে। তবে বিষয়টি একমুখী হওয়া উচিত হবে না।

শনিবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ঢাকা চেম্বার সভাপতি। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা ও সরবরাহ স্থিতিশীল রাখতে পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার শর্ত সহজ করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান। ডলার সংকট প্রসঙ্গে তিনি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাতারাতি বাড়ানো সম্ভব নয়, এ রকম পরিস্থিতিতে রেমিট্যান্সে গতি আনতে প্রণোদনা আরও বাড়াতে হবে। এ ছাড়া রপ্তানি আয় বাড়ানোর ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন