আরসা প্রধানকে ধরিয়ে দিতে রোহিঙ্গা ক্যাম্পে বার্মিজ ভাষার পোস্টার

বিডি নিউজ ২৪ উখিয়া প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ২২:৫৬

কক্সবাজারের উখিয়া উপজেলার শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরসার প্রধানসহ সন্ত্রাসীদের ধরিয়ে দিতে বার্মিজ ভাষায় পোস্টার সাঁটানো হয়েছে।  


এসব পোস্টারে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ ২৮ শীর্ষ সন্ত্রাসীর ছবি ও নাম দেওয়া হয়েছে। ছবিতে কাউকে কাউকে অস্ত্রসহও দেখা গেছে।  


শনিবার সকাল থেকে উপজেলার কুতুপালং ও বালুখালীর বিভিন্ন ক্যাম্পে এ ধরনের পোস্টার দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সাধারণ রোহিঙ্গারা। তবে পোস্টারটি কারা সাঁটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।


রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর সাংবাদিকদের বলেন, “সন্ধ্যা ৭টায় ক্যাম্পের ভিতর পোস্টার দেখা গেছে। পোস্টার বিভিন্ন ক্যাম্পে দেওয়া হয়েছে সেটা সঠিক।“


পোস্টার কারা লাগিয়েছে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, “এপিবিএন তা প্রকাশ করেনি। পোস্টারে থাকা ব্যক্তিরা কোনো মামলার আসামি হয়ে থাকলে তাহলে তাদের যে কোনোভাবে গ্রেপ্তার করা হবে।“

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও