![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-11%252Fccd81f07-e09f-4568-9be7-cb972b72ac15%252Frape_02.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.1)
বিয়ের দাবিতে ‘প্রেমিকের বাড়িতে অনশন’ স্কুলছাত্রীর, ধর্ষণের মামলা
সাতক্ষীরার তালা উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে রাসেল বাদশা (২৬) নামের এক তরুণের বিরুদ্ধে মামলা করেছেন এক স্কুলছাত্রীর মা। আজ শনিবার সকালে তালা থানায় মামলাটি করেন তিনি।
অভিযুক্ত রাসেল বাদশা মাগুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও উপজেলায় মাগুরাডাঙ্গা গ্রামের বাসিন্দা মইনুল ইসলামের ছেলে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিয়ের দাবিতে রাসেল বাদশার বাড়িতে গিয়ে অনশন করে ওই স্কুলছাত্রী।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ধর্ষণ মামলা
- বিয়ের দাবিতে অনশন