প্রথমবারের মতো শুরু হচ্ছে নারী কর্পোরেট কাবাডি লিগ
দেশে প্রথমবারের মত আয়োজিত হচ্ছে নারী কর্পোরেট কাবাডি লিগ। ইতোমধ্যেই এই লিগের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে।
নীরবেই কোনও আওয়াজ ছাড়া হচ্ছে দেশের প্রথম ফ্রাঞ্জাইজিভিত্তিক লিগ। প্রথম রাউন্ডের খেলার পর সংবাদ সম্মেলন করে সকলকে কর্পোরেট কাবাডি লিগের কথা জানাল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। দেশের নারী কাবাডির উন্নয়নের জন্যই এই লিগ আয়োজন করছে চলেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। ছয়টি কর্পোরেট দল নিয়ে এবারের লিগ আয়োজিত হচ্ছে।
আগামীকাল ২২ (জানুয়ারি) থেকে ৩১ জানুয়ারি জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ডাবল লিগ পদ্ধতির এই প্রতিযোগিতা। কর্পোরেট কাবাডি লিগে ৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় অংশ নিবে ৬টি দল। দল গুলো হলো বেঙ্গল গ্রুপের- বেঙ্গল ওয়ারিয়র্স, আহসান গ্রুপের- মতলব থান্ডার, ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল লিমিটেডের- নরসিংদী লিজেন্ডস, ব্রিজ ফার্মার- ঢাকা টুয়েলভ, টেকনো মিডিয়ার- টেকনো মিডিয়া ও নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স।
- ট্যাগ:
- খেলা
- কাবাডি প্রতিযোগিতা