কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিদ্যুতে উৎপাদক বিক্রেতা ভোক্তা সবাই এখন ভুক্তভোগী

বণিক বার্তা প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ১০:০০

বিদ্যুৎ কেনার ক্ষেত্রে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নির্ভরতা সবচেয়ে বেশি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (আইপিপি) ওপর। বাড়তি দামের পাশাপাশি বসে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে গিয়ে বাড়ছে বিপিডিবির লোকসান ও দায়ের পরিমাণ। এ লোকসানকে সামনে এনে বারবার বিদ্যুতের দাম বাড়ানো হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন আসেনি। বরং তহবিল সংকটে এখন বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা অর্থও পরিশোধ করতে পারছে না সংস্থাটি। যদিও বিদ্যুতের দাম বারবার সমন্বয় হওয়ায় আবাসিক, শিল্পসহ বিদ্যুতের সব শ্রেণীর ভোক্তার অর্থনৈতিক চাপ বেড়েছে।


আইপিপিগুলোর দাবি, বিপিডিবি তাদের পাওনা পরিশোধ করছে না সাত মাস ধরে। এরই মধ্যে সংস্থাটির কাছে আইপিপিগুলোর পাওনা দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকায়। বিপুল অংকের পাওনা বকেয়া থাকায় বিদ্যুৎকেন্দ্রগুলো এখন নগদ অর্থের সংকটে পড়েছে। এতে বিদ্যুৎকেন্দ্রের পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বিদ্যমান পরিস্থিতিতে কেন্দ্রগুলো নিরবচ্ছিন্নভাবে চালু রাখা যাচ্ছে না। আবার ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে সরকার নির্ধারিত মূল্য ও ব্যাংকের নির্ধারিত বাজারভিত্তিক মূল্যের মধ্যেও বড় ব্যবধান তৈরি হয়েছে। এর মধ্যে এইচএফওভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর দুর্ভোগ সবচেয়ে বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও