প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রির দায়ে এক ব্যক্তির জেল, বরাদ্দ বাতিল

সমকাল বগুড়া সদর প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ১৯:০৫

বগুড়ায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করায় জামরুল শেখ নামে এক ব্যক্তিকে শুক্রবার ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘরের বরাদ্দ বাতিল করা হয়েছে। ঘটনাটি বগুড়া সদরের কদমতলী এলাকায়।



জানা যায়, সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কদমতলী গ্রামের জামরুল শেখ মুজিববর্ষে জমিসহ দুই কক্ষের সেমিপাকা ঘর উপহার পান। দুই মাস আগে একই প্রকল্পের বাসিন্দা ইদ্রিস আলীর কাছে ৭০ হাজার টাকায় ঘরটি বিক্রি করেন। একটি স্ট্যাম্পে অঙ্গীকারনামা লিখে ঘরের দলিল ইদ্রিস আলীকে বুঝিয়েও দেন। ঘর কেনাবেচার বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জামরুল শেখকে এক মাসের কারাদণ্ড দেন। সেই সঙ্গে ঘরের বরাদ্দ বাতিল করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও