কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কফির আমন্ত্রণ কিংবা পত্রমিতালি থেকে ডেটিং অ্যাপ

সমকাল আইরিন সুলতানা প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০১:০৪

কিছুদিন আগে নুহাশ হুমায়ূনের কাউকে 'কফি খাবা' প্রস্তাবের স্ট্ক্রিনশট উন্মুক্ত হওয়ার পর জনপরিসরে আলোচনায় এসেছে বাম্বল ও ডেটিং অ্যাপ। যদিও বাংলাদেশে এখনও 'ডেট কনসেপ্ট' গড়ে ওঠেনি। না ছেলেরা বোঝে, না মেয়েরা। আসলে বাংলাদেশের ছেলেমেয়েরা যে কোনো ডেটিং অ্যাপ ব্যবহার করছে, এটিই যেন অজানা-অকল্পনীয় এক গল্প। সে কারণেই কি সামান্য কফির আমন্ত্রণ চায়ের কাপে ঝড় তুলেছিল?


এই নয় যে, ভার্চুয়াল জগতে পিছিয়ে আছি আমরা। আগে সবুজ বাতি মানে শুধু ট্রাফিক সিগন্যাল হলেও এখন সবুজ বাতি থাকা-না থাকা মানে কারও অনলাইন অথবা অফলাইনে থাকা। জীবনযাপন এভাবে পাল্টে যাচ্ছে একের পর এক। উত্তরবঙ্গে বসে স্ট্ক্রিনে আঙুল সোয়াইপ করলেই ওয়াশিংটন নিয়ে জানা যায়। ফোনে তো কথা বলা যায়-ই, দেখাও যায়। মিটিং করা যায়, অফিস করা যায়, বাজার করা যায়, করা যায় লেখাপড়াও। এ এক জাদুবাস্তব- যাকে সবাই বলছে ভার্চুয়াল দুনিয়া।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও