You have reached your daily news limit

Please log in to continue


সুপার কাপ জয়ে ইন্টারের ‘দ্বিতীয় লক্ষ্য পূরণ’

মৌসুম শুরুর অধারাবাহিকতা পেছনে ফেলে আগেই ঘুরে দাঁড়িয়েছে ইন্টার মিলান। সেই যাত্রায় এবার নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে কাঙ্ক্ষিত ইতালিয়ান সুপার কাপও জিতে নিয়েছে ইন্টার। দারুণ এই জয়ের পর দলটির কোচ সিমোনে ইনজাগি বললেন, মৌসুমে তাদের দ্বিতীয় লক্ষ্য পূরণ হয়েছে।

সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ স্টেডিয়ামে বুধবার রাতে এক ম্যাচের এই শিরোপা লড়াইয়ে মিলানকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে ইন্টার।

ইতালিয়ান ডিফেন্ডার ফেদেরিকো দিমারকো দশম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার ১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বসনিয়ার ফরোয়ার্ড এদিন জেকো। আর ৭৭তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার লাইতারো মার্তিনেস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন