আর্জেন্টিনার গণমাধ্যমই জানে না মেসিরা কবে বাংলাদেশ আসবে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২

বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক অনেক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করছে। বাফুফে ইতোমধ্যে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমে।


বাংলাদেশ ফুটবল ফেডারেশন গণমাধ্যমে বক্তব্য ব্যক্ত করলেও আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে বাংলাদেশে আগমন নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। এই প্রতিবেদক আর্জেন্টিনার কয়েকজন সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেছে এই বিষয়ে। তারা আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের কাছে বাংলাদেশে আগমন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পায়নি। আর্জেন্টিনার অন্যতম সিনিয়র সাংবাদিক সার্জিও ল্যাভেন্সকি বাংলাদেশের আগমন সম্পর্কে বলেন, ‘আফা (আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন) আমাদের কিছু জানায়নি। যতটুকু জানতে পেরেছি বিষয়টি নিয়ে মাত্র আলোচনা চলছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও