কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রাম বিএনপির শীর্ষ ছয় নেতা ৫০৬ মামলার আসামি

প্রথম আলো চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ০৮:০৪

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলার সংখ্যা এখন ৮৮। পুলিশের ওপর হামলা, কাজে বাধাদান, ভাঙচুর ও নাশকতার অভিযোগে এসব মামলা হয়েছে। সর্বশেষ গত সোমবার নগরের কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় হওয়া নতুন চারটি মামলায়ও তাঁকে আসামি করা হয়।


শাহাদাত হোসেন জানান, এসব মামলায় মাসে ২২ থেকে ২৩ দিন হাজিরা দিতে হয় আদালতে। সর্বশেষ ৫০ দিন কারাভোগের পর ২০২১ সালের মে মাসে জামিনে মুক্তি পান তিনি। এখন নতুন মামলায় ফের গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন পেশায় চিকিৎসক এই বিএনপি নেতা।


শাহাদাতের পাশাপাশি নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেমেরও নতুন ৪টিসহ ৬৬টি মামলা রয়েছে। তবে তাঁদের চেয়েও মামলা বেশি নগর ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী সিরাজ উল্লাহর—১৩৪টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও