বাংলাদেশে আমেরিকার নিষেধাজ্ঞা বাড়লে ভারত তার ভূমিকা পালন করবে: এম জে আকবর
প্রথম আলো
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের কোনো প্রশ্নই নেই বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। এই ধারণার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, বস্তুত বাংলাদেশে সামরিক একনায়কতন্ত্র ফেরানোর চেষ্টা করা হলে, তাদের জাতিসংঘের নানান নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। সে কারণেই এই ধরনের একনায়কতন্ত্র ফেরার আশঙ্কা নেই।
ভারতে যাঁরা সরকারের তরফে বাংলাদেশের রাজনীতির ওপরে নজর রাখেন এবং পরিস্থিতি বিশ্লেষণ করে সরকারকে তাঁদের অভিমত জানান, তাঁদের মধ্যে অভিজ্ঞ সাংবাদিক এম জে আকবর অন্যতম। গতকাল সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশ নিয়ে এ কথা বলেন। ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে এই আলোচনা সভার আয়োজন করেছিল সিভিল সোসাইটি গ্রুপ ‘ইন্ডিয়া ন্যারেটিভ’, যারা একটি সংবাদভিত্তিক ওয়েবসাইট পরিচালনা করে থাকে।