বাণিজ্যমেলায় ১৭ দিনে ২০ প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকা: রাজধানী ঢাকার অদূরে পূর্বাচলে মাসব্যাপী চলছে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মেলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গত ১৭ দিনে নানা অনিয়মের অভিযোগে ২০টি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাণিজ্যমেলায় পণ্য সংক্রান্ত অভিযোগ না থাকলেও খাবারের দোকানের বিরুদ্ধে ক্রেতাদের অভিযোগ বেশি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত মেলায় খাবারের দোকান রিলেটেড অভিযোগ বেশি আসে।