ত্বক পরিচর্যার ভিন্ন পন্থা
কোমল, উজ্জ্বল ও তারুণ্যময় ত্বকের অধিকারী হওয়ার জন্য রয়েছে ব্যতিক্রমী সহজ কৌশল।
আর স্বাস্থ্যকর ত্বকের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা।
ভারতের ‘দ্য আয়ুর্বেদা কো.’য়ের রূপ-বিশেষজ্ঞ শ্রিধা সিং টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে পরিষ্কার ও কোমল ত্বক পাওয়ার উপায় সম্পর্কে জানান।
ফেইস অয়েলের সঙ্গে ময়েশ্চারাইজার যোগ করা
নিত্য ব্যবহার্য ময়েশ্চারাইজারের সঙ্গে দুই ফোঁটা ফেইস অয়েল মিশিয়ে শীতকালে ব্যবহার করলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকার পাশাপাশি তারুণভাব আসে।
মেইকআপ ওঠাতে তেল ব্যবহার
ত্বকের ধরন বুঝে তেল, যেমন- কোল্ড প্রেস্ড তেল (নারিকেল, কাঠ বাদাম তেল শুষ্ক ত্বকে, মরিঙ্গা তেল তৈলাক্ত ত্বকে) দিয়ে মেইকআপ তোলা ভালো। সম্পুর্ণ মেইকআপ তুলতে ত্বকে তেল মালিশ করে উন্নত ফোমিং ফেইসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে।
টোনারের বদলে গোলাপ জল ব্যবহার
টোনারে সাধারণত অ্যালকোহল ও সুগন্ধি যোগ করা থাকে যা ত্বক শুষ্ক করে ফেলে। তাই টোনারের বদলে গোলাপ জল ব্যবহার করা ত্বকের সর্বোচ্চ উপকার করে।
ত্বকে প্রসাধনী ব্যবহারের আগে গোলাপ জল স্প্রে করে নেওয়া ভালো। কারণ আর্দ্র ত্বকে পণ্য ভালো মতো শোষিত হয়।