ধানমন্ডি লেকের ইজারা পেয়েছেন কাউন্সিলর ও তার ছেলে!
আইনত পদে থাকা অবস্থায় কোনও কাউন্সিলর কিংবা তার পরিবারের কোনও সদস্যের সিটি করপোরেশনের কাজ করা বা মালামাল সরবরাহে যুক্ত হওয়ার কোনও সুযোগ নেই। এই আইন ভেঙে রাজধানীর ধানমন্ডি লেকের ইজারা পরপর দুই বছর দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪, ১৫ ও ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিন গাফফার ও তার ছেলে অনিক আহমেদকে।
২০২১ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত ধানমন্ডি লেক ও লেক সংলগ্ন সেক্টর-০৪ এর ইজারা পেয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪, ১৫ ও ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিন গাফফার। আর এরপর থেকে ২০২৩ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত একবছরের জন্য ইজারা পেয়েছেন তার ছেলে অনিক আহমেদ।