যেভাবে স্মার্ট সিভি লিখবেন
সিভি হচ্ছে একজন ব্যক্তির শিক্ষা ও বিভিন্ন কর্মকাণ্ডের সারাংশ। ক্যারিয়ার ওভারভিউ লেখার সময় প্রার্থী অল্প কথায় তার পুরো ক্যারিয়ারকে তুলে ধরবেন।
এমনভাবে লিখতে হবে যাতে এই অংশটুকু পড়েই চাকরিদাতা বুঝতে পারেন প্রার্থীর যোগ্যতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চাকরিজীবনের অনেক ক্ষেত্রেই সিভি খুবই জরুরি একটি বিষয়। চাকরি, স্কলারশিপ বা ইন্টার্নশিপ- যে কোনো আবেদনে চাওয়া হয় কারিকুলাম ভিটা বা সিভি। অনেকে একে আবার বায়োডাটা বা জীবনবৃত্তান্তও বলে থাকেন। আপনার পরিচয়, লেখাপড়া, কাজের অভিজ্ঞতা, বিশেষ কৃতিত্ব (পুরস্কার ইত্যাদি) এবং যোগাযোগ- এগুলো থাকতেই হবে সিভিতে।
তাই এটি হওয়া চাই ঝকঝকে, বুদ্ধিদীপ্ত; তাতে থাকা চাই নিজস্বতার ছাপ। সিভি হচ্ছে একজন ব্যক্তির শিক্ষা ও চাকরিজীবনের বিভিন্ন কর্মকাণ্ডের সারাংশ। এটি মূলত চাকরির ক্ষেত্রে ব্যবহূত হয়ে থাকে। তবে বর্তমানে অন্য অনেক ক্ষেত্রেই সিভির ব্যবহার বেড়ে চলেছে। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে অফিসিয়াল ভাষা ইংরেজি, তাই এটি সাধারণত ইংরেজিতেই লেখা হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে বাংলায়ও লেখা হয়।
- ট্যাগ:
- লাইফ
- সিভি
- সিভি পাঠানো