You have reached your daily news limit

Please log in to continue


জরুরি মুহূর্তে ফোনে প্রিয়জনকে অবস্থান জানান

যে কোনো বিপদে কিংবা অন্য কোনো প্রয়োজনে চাইলে স্মার্টফোনই প্রিয়জনের কাছে আপনার অবস্থান জানিয়ে দিতে পারে। অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ডিভাইসেই ফিচারটি রয়েছে। অ্যান্ড্রয়েডের এ ফিচারটির নাম 'ইমারজেন্সি লোকেশন শেয়ারিং'। ফিচারটি আপনার অবস্থা সম্পর্কে আপনার প্রিয়জনকে জানিয়ে দেবে। বর্তমানে বহুল প্রচলিত মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড লক স্ট্ক্রিন থেকে জরুরি সেবা ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। তা ছাড়া স্মার্টফোনের পাওয়ার বাটন দীর্ঘ সময় চেপে ধরার মাধ্যমে আপনি প্রিয়জনকে আপনার জরুরি অবস্থান সম্পর্কে অবহিত করতে পারবেন।

স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড সংস্করণের ওপর ভিত্তি করে ফিচারটির সেটআপে সামান্য পরিবর্তন হতে পারে, তবে ফিচারটির মৌলিক বিষয়গুলো একই থাকবে। 'ইমারজেন্সি লোকেশন শেয়ারিং' ফিচারটি দীর্ঘদিন ধরে চালু রয়েছে, যা ব্যবহারকারীকে ৯৯৯-এ জরুরি ফোন করতে সাহায্য করে থাকে। বর্তমানে প্রায় সব স্মার্টফোনেই ফিচারটি ইনবিল্ট অবস্থায় থাকে। রক্তের ধরন, শারীরিক অবস্থা, মেডিকেল রিপোর্টসহ আপনার চিকিৎসাধীন অবস্থা যুক্ত রাখতে পারবেন এই ফিচারটির সাহায্যে। যা আপনাকে দ্রুত সাহায্য পেতে সহায়তা করবে। Emergency SOS ফিচারটিতে আপনার চিকিৎসা বিবরণসহ সেটআপ করতে চাইলে কিছু সময়ের জন্য আপনার স্মার্টফোনের পাওয়ার বাটনটি চাপ দিয়ে ধরে রাখুন। স্ট্ক্রিনের শেষে থাকা  Emergency SOS অপশনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আপনার স্মার্টফোন ৯৯৯-এ একটি জরুরি কল করবে। কলটি কেটে দিন। এরপর আপনার মোবাইল স্ট্ক্রিনের শেষে থাকা 'মেডিকেল ইনফরমেশন' অপশনে ক্লিক করুন। আপনার চিকিৎসার সব অবস্থার বিবরণ যুক্ত করুন। ডান বাটনে ক্লিক করুন।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন