বাংলাদেশে ইতিহাস গড়া সেই এলিসের হ্যাটট্রিক
যুগান্তর
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ২২:৫৭
২০২১ সালে বাংলাদেশ সফরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন নাথান এলিস।
অস্ট্রেলিয়ান এই তারকা পেসার বিগ ব্যাশ টুর্নামেন্টে হোবার্টের হয়ে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন। ২০১২-১৩ মৌসুমে সিডনি থান্ডারের বিপক্ষেই তিন বলে তিন উইকেট নিয়েছিলেন স্পিনার জাভিয়ার ডোহার্টি।
রোববার পাওয়ার প্লে’তে করা একমাত্র ওভারের শেষ বলে সাফল্য পান নাথান এলিস। এরপর বল হাতে পেতে তাকে অপেক্ষা করতে হয় ১০ ওভার!
দীর্ঘ সময় পর বল হাতে নিয়ে যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন এই পেসার। পরপর দুই বলে দুই ব্যাটারকে ফিরিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।