কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে দুর্নীতিবাজরা লাভবান হচ্ছে: টুকু

বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হলেও কতিপয় দুর্নীতিবাজরা লাভবান হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ রোববার আসাদগেটে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টুকু এমন দাবি করেন। এ সময় বিদ্যুতের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান তিনি। 

টুকু বলেন, ‘দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির আমলে প্রিপেইড মিটারে ১০০ টাকা রিচার্জ করলে ১১০ টাকার বিদ্যুৎ দেওয়া হতো আর এখন ১০০ টাকা রিচার্জ করলে ৭০ টাকার বিদ্যুৎ দেওয়া হয়। প্রিপেইড মিটার ও কুইক রেন্টালের নামে জনগণের পকেট থেকে টাকা নিয়ে ভোগান্তির সৃষ্টি করা হচ্ছে।’ 

‘বিদ্যুতের মূল্য বাড়ানো জনগণের ওপর কুঠারাঘাত’–এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার দুর্নীতি ও লুটপাট বন্ধ না করে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। এখান থেকে মুক্তি পেতে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই একনায়কতন্ত্র সরকারের পতন ঘটাতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন