৭০ বছর পর অবনমনের শঙ্কা, এভারটন কর্তারা এড়িয়ে চলছেন মাঠ
প্রথম আলো
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ১৭:০৫
প্রিমিয়ার লিগে শুধু চেলসিরই নয়, সময় খারাপ যাচ্ছে দলটির সাবেক খেলোয়াড় ও কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডেরও। চেলসি ইতিহাসের কিংবদন্তি এই ফুটবলার এখন এভারটনের কোচ।
ইংল্যান্ডের শীর্ষ লিগে সবচেয়ে বেশি ১২০ মৌসুম খেলা এভারটন এই মুহূর্তে অবনমনের শঙ্কায়। ল্যাম্পার্ডের অধীনে খেলা ক্লাবটি ১৯ ম্যাচ শেষে লিগ পয়েন্ট তালিকার ১৯ নম্বরে অবস্থান করছে।
১৮৭৮ সালে প্রতিষ্ঠিত এভারটন শেষবার ইংল্যান্ডের শীর্ষ স্তরে খেলতে পারেনি ১৯৫৩-৫৪ মৌসুমে। ৭০ বছর পর দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কা তৈরি হওয়ায় সমর্থকেরা এখন ভীষণ ক্ষুব্ধ। এরই মধ্যে ক্লাব সিইও ব্যারেট-বাক্সেনডেলের গাড়িতে আক্রমণও করেছেন তাঁরা। যার জেরে শনিবার এভারটন-সাউদাম্পটন ম্যাচের সময় বোর্ড সদস্যদের গুডিসন পার্ক এড়িয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছিল।
- ট্যাগ:
- খেলা
- ইংলিশ প্রিমিয়ার লিগ
- অবনমন