বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সমকাল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ২৩:০৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম দেলোয়ার হোসেন। শনিবার সন্ধ্যায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।


দেলোয়ার তাহিরপুর সীমান্তের উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুংগাছড়া গ্রামের রাশেদ মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে ওই সীমান্তে বিএসএফের গুলিতে আহত হন তিনি।


জানা যায়, ওই গ্রামের বাসিন্দা হনুফা বেগম সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে পাথর তুলতে যান। একপর্যায়ে ঘটনাস্থলে টহলরত বিএসএফ সদস্য হনুফাকে লাঠি দিয়ে আঘাত করেন। এ ঘটনায় গ্রামের বাসিন্দারা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশি নাগরিকদের ধাওয়া করে বিএসএফ সদস্যরা সীমান্ত পেরিয়ে ৫০ গজ ভেতরে এসে তিন রাউন্ড গুলিবর্ষণ করেন। এতে দেলোয়ার হোসেনের কোমরের নিচে গুলি লাগে। তাঁকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত হনুফা বেগমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দেলোয়ারের মৃত্যু হয়। তাঁর দুই সন্তান রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও