কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাওরে আর সড়ক নির্মাণ করা হবে না: পরিকল্পনামন্ত্রী

বণিক বার্তা প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ২৩:০০

হাওরে এখন থেকে আর কোনো সড়ক নির্মাণ করা হবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে সেসব এলাকার ভূমিরূপ ও প্রতিবেশব্যবস্থাকে মাথায় রেখে সরকার একটি ফ্লাইওভার নির্মাণ করছে বলে জানান তিনি। এছাড়া আরো একটি নির্মাণ করা হবে বলেও জানান।


আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কের (বেন) আয়োজনে বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।


মন্ত্রী বলেন, ‘দেশের হাওর ও উপকূলে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের ফলে বন্যা ও জলাবদ্ধতার সমস্যা বাড়ছে। এখন থেকে উন্নয়ন প্রকল্প করার ক্ষেত্রে নদী, জলাশয় ও হাওরের পরিবেশ ও প্রকৃতিকে মাথায় রাখতে হবে। এতে দেশের উন্নয়ন টেকসই হবে এবং জনগণের ভোগান্তিও কমে আসবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও