বিএনপির সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দলীয় সন্ত্রাসীদের দখলে ছিল

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ২১:২৫

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপি জোট সরকারের সময়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিএনপি ও জামায়াতের দলীয় ক্যাডার এবং সন্ত্রাসীদের দখলে ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবমুক্ত থাকে।


শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা বিস্তারের উপযুক্ত পরিবেশ বজায় রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাজানো হচ্ছে। জোট সরকারের সময়ে যেখানে টাকার বিনিময়ে বছরের ছয় মাস হলেও পাঠ্যবই পাওয়া যেত না সেখানে আজ এই সরকার বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিচ্ছে।  


প্রধানমন্ত্রী প্রতি বছর রাষ্ট্রীয় বাজেটে শিক্ষা খাতে বেশি বরাদ্দ দিয়ে যাচ্ছেন। আর সে কারণে শিক্ষার হার বাড়ছে। প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে।  


শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে জেলার স্বরূপকাঠির কামারকাঠি নবকুমার (এনকে) ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে এসব কথা বলেন মন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও