![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-01%252Fd5090994-83a8-4f69-b0dc-b55cfefbb084%252Fcollage__54_.jpg%3Frect%3D0%252C127%252C1200%252C630%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-12%252F8271aae8-ced8-49c4-aefe-e408fcf420a8%252FGPI_8_7814X543.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
গানে গানে বিয়ের আগাম ঘোষণা দিয়েছিলেন গায়ক, বুঝতে পারেনি কেউ
বিনোদনদুনিয়ার অন্যতম আলোচিত জুটি ছিলেন তাঁরা। তবে দ্রুতই মধুর সম্পর্ক তিক্ততায় রূপ নেয়। ২০১৪ সালে শুরুর পর র্যাপার কেনি ওয়েস্ট ও টিভি তারকা কিম কার্দাশিয়ানের বিয়ে ভাঙে গত বছর। তবে সেটা কাগজে–কলমে। এর আগে থেকেই তাঁদের মধ্যে তৈরি হয় দূরত্ব। এবার নতুন খবর, বিয়ে করেছেন কেনি ওয়েস্ট। ৪৫ বছর বয়সী এই গায়কের বিয়ের খবর জানিয়েছে মার্কিন টিএমজেড।
কিম কার্দাশিয়ান ও কেনি ওয়েস্টের সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজনেই নতুন সম্পর্কে জড়িয়েছেন। তবে বিয়ানকা সেনসোরির সঙ্গে কেটি ওয়েস্টের বিয়ের খবরটি এল হঠাৎই। মার্কিন গণমাধ্যম টিএমজেড জানিয়েছে, ১২ জানুয়ারি এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ে সেরেছেন কেনি ও সেনসোরি। খবরটি চাউর হওয়ার পর থেকেই ভক্তদের মনে প্রশ্ন, কে এই সেনসোরারি?
জানা গেছে, বিয়ানকা সেনসোরি বিনোদনদুনিয়ার কেউ নন, পেশায় স্থপতি। অস্ট্রেলিয়ার নাগরিক সেনসোরি কর্মসূত্রে কয়েক বছর ধরে আছেন যুক্তরাষ্ট্রে।
কেনি ও সেনসোরি বিয়ে সেরেছেন বেভারলি হিলসের একটি রিসোর্টে, যেখানে হাজির ছিলেন দুজনের অতি ঘনিষ্ঠ জনাকয়েক অতিথি।