ক্রোমের নিরাপত্তাত্রুটি দূর হলো
প্রথম আলো
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ১২:০৪
বছরের শুরুতেই ১৭ নিরাপত্তা ত্রুটির সমাধান করে ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা সাইবার হামলা চালিয়ে ব্যবহারকারী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করতে পারত। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে হালনাগাদ সংস্করণের ক্রোম ব্রাউজারটি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।
গুগল জানিয়েছে, নিরাপত্তাত্রুটিগুলোর মধ্যে বেশ কয়েকটি ছিল ভয়ংকর। কিছু ত্রুটি ছিল সাধারণ বা মধ্যম ঝুঁকির। তবে ত্রুটিগুলো ব্যবহারকারী ব্যক্তিদের জন্য বড় ধরনের হুমকির কারণ হতে পারত। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী হালনাগাদ সংস্করণটি ব্যবহার করতে পারবেন। সহজলভ্য হওয়ার পর দ্রুত সংস্করণটি নামানোর অনুরোধ জানিয়েছে গুগল।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ক্রোম
- নিরাপত্তা ত্রুটি