বাজার মূলধন কমলো ছয় হাজার কোটি টাকা
গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমলেও বেড়েছে মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের গতি। তবে বাজার মূলধন বড়ে অঙ্কে কমে গেছে। এক সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ছয় হাজার কোটি টাকা কমেছে।
গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৬৯২ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৬০ হাজার ৬০৮ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ৯১৬ কোটি টাকা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- মূলধন
- বাজার মূলধন