![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1200x630x1xxxxx1x827149%2Fuploads%2Fmedia%2F2023%2F01%2F14%2F-d2f9612ea1ca5b1b4825cfa84cfed90a.jpg%3Fwatermark%3Dmedia%252F2022%252F12%252F03%252F1200x72-4527f4e5cdf194b94b1d21c27b8e154d.png)
সাড়ে তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাড়ে তিন ঘণ্টা বন্ধের পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, ভোর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে সকাল সাড়ে ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফেরি চলাচল
- ফেরি চলাচল শুরু