উন্মোচনের আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৩'র ছবি ফাঁস
সমকাল
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ১০:০৫
স্যামসাংয়ের বহুল কাঙ্ক্ষিত স্মার্ট ডিভাইস 'গ্যালাক্সি এস২৩' উন্মোচন হতে পারে আগামী ১ ফেব্রুয়ারি। নতুন ডিভাইনটি উন্মোচনের দিন ঘনিয়ে এলেও ডিভাইসটি দেখতে কেমন হবে বা এতে কী ধরনের ফিচার থাকছে, তার কিছুই অবশ্য এখনও প্রকাশ করেননি স্যামসাং।তবে স্যামসাং না জানালেও ডিভাইসটির আসল ছবি ও ডিজাইন ফাঁস করার দাবি জানিয়েছে জার্মান প্রযুক্তি সাইট উইনফিউচার।
উইনফিউচারের বরাতে প্রযুক্তিনির্ভর সংবাদমাধ্যম ভার্জ জানিয়েছে, কালো, সাদা, সবুজ ও গোলাপি রঙে পাওয়া যাবে স্যামসাং 'গ্যালাক্সি এস২৩'। ডিভাইসটিতে থাকতে পারে উজ্জ্বল 'ওলেড' ডিসপ্লে, কোয়ালকমের দ্বিতীয় প্রজন্মের ফ্ল্যাগশিপ প্রসেসর 'স্ন্যাপড্রাগন ৮'। ডিভাইসটির পেছনে থাকবে তিন ক্যামেরার সেটআপ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে