![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24-english%2Fimport%2Fmedia%2F2020%2F11%2F28%2Ftea-reuters-281120.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
দীর্ঘায়ু লাভে উপকারী চা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩, ১৬:১৫
তিন ধরনের ‘অ্যান্টি-ইনফ্ল্যামাটরি’ চা পানে বাড়তে পারে আয়ু।
যদিও রূপকথার গল্পের মতো ‘অমৃত সুধা’ বলতে পৃথিবীতে কিছু নেই। তবে বৃদ্ধ হওয়ার গতি হয়ত কিছুটা ধীর করতে পারে এই জগতের জনপ্রিয় পানীয় চা।
আর এমনটাই দাবি করছেন মার্কিন লেখক, ন্যাশনাল জিওগ্রাফিক সদস্য ড্যান বিউটনার।
‘নিউ ইয়র্ক টাইমস’য়ের সেরা বিক্রিত বইয়ের এই লেখক এবং ‘ব্লু জোন্স’য়ের প্রতিষ্ঠাতার ভাষায়, “খাবার আমাদের দীর্ঘায়ু লাভে এবং তারুণ্য ধরে রাখতে সহায়তা করে।”