দোতলা বাড়ি বানিয়ে ‘নতুন উচ্চতায়’ ৩ডি প্রিন্টিং
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩, ১৬:১৪
বাড়ি তৈরির শিল্পকে আক্ষরিকভাবেই নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এক ৩ডি প্রিন্টার।
এই বিশাল প্রিন্টারের ওজন ১২ টনেরও বেশি। যুক্তরাষ্ট্রের প্রথম ৩ডি প্রিন্ট করা দোতলা বাড়ি তৈরি করছে এটি।
দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে চার হাজার বর্গফুট আয়তনের এই বাড়ি তৈরি করতে গিয়ে এর কংক্রিটের বিভিন্ন স্তর বের করে আনার সময় যন্ত্রটি ‘মৃদু শব্দ করে একটু একটু করে এগিয়ে যায়’ বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
বাড়িটির নকশাবিদ ও ডিজাইন স্টুডিও ‘হ্যানা’র সহ-প্রতিষ্ঠাতা লেসলি লক বলেন, এই বাড়ি নির্মাণে প্রিন্টিংয়ের পেছনে সময় লাগবে তিনশ ৩০ ঘন্টা।