![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-01%2F4da30504-a720-4279-b99e-dddc1c334cfc%2Fb_baria_thana_130123_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার, নারী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে চুরি যাওয়া এক নবজাতককে অভিযান চালিয়ে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে বিকাল সোয়া ৫টা পর্যন্ত এ অভিযান চলে। পরে সদর উপজেলার সিন্দুরা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় তানিয়া (২৩) নামে এক নারীকে আটক করা হয়েছে। তিনি সদর উপজেলার সিন্দুরা গ্রামের নিয়াজ আহমেদের স্ত্রী।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পুলিশ
- নবজাতক উদ্ধার
- শিশু চুরি