কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


১১৭ থেকে ৬৩—৫৪ কেজি ওজন কমিয়ে বডিবিল্ডার এ সংগীতশিল্পী

রুবেলের গল্পটা নাটকীয়! একেবারেই অলস ছিলেন এ তরুণ সংগীতশিল্পী। যাঁর জীবনের মানেই ছিল দুই—খাই আর ঘুমাই। এই করে কৈশোর পেরিয়ে তারুণ্যে পৌঁছানোর আগে রুবেলের ওজন হয় ১২৩। একসময় ওজন কমানোর উদ্যোগ নেন তিনি। এক বছরে ১১৭ কেজি থেকে ৫৪ কেজি ওজন কমিয়ে ৬৩ কেজি করে রীতিমতো সাড়া ফেলে দেন দেশের সংগীতাঙ্গনে। শুধু ওজন কমানো নয়, ব্যান্ডশিল্পী রুবেল এখন বডিবিল্ডার। মডেল হিসেবে কাজ করেছেন।

দেশের ব্যান্ডসংগীতের ভুবনে পরিচিত মুখ রুবেল মেইজ জনপ্রিয় হেভিমেটাল ব্যান্ড মেটাল মেইজের প্রতিষ্ঠাতা সদস্য। ঢাকা মিউজিক ফেস্টসহ কিছু বড় সংগীতের আসরে অংশ নিয়েছেন। গত শতকের নব্বইয়ের দশকের আলোচিত ব্যান্ড নোভায় যোগ দেন। ‘তাহসান অ্যান্ড দ্য সুফিস’ দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। পপ তারকা আজম খানের সঙ্গে ২০০০ সাল থেকে কাজ করেছেন। বাজিয়েছেন আজম খানের বেশ কিছু গানের সঙ্গে। কনসার্টেও আজম খানের সঙ্গে সংগত করতেন। আজম খানের মৃত্যুর আগপর্যন্ত তাঁর সঙ্গে কাজ করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন