কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিবে সোনার প্রলেপ দেওয়া ২৬ হাজার টাকার কলম বাণিজ্যমেলায়

প্রথম আলো পূর্বাচল প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ১৮:৫৯

প্রতিদিনের কাজের প্রয়োজনে আপনি বা আমি যেসব কলম ব্যবহার করি তার দাম কত, বড়জোর ৫ থেকে ৫০ টাকা। যদিও একটু ভালোমানের ফাউন্টেন কলম কিনতে যায় দাম হয়তো আরেকটু বেশি, হয়তো হাজার টাকা। তবে কেউ শখের দামি কলম কিনতে চাইলে সে কথা ভিন্ন।


যুক্তরাজ্যভিত্তিক পেন শপ ডটকম নামের একটি ওয়েবসাইটের তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বে সর্বোচ্চ দামে যে কলমটি নিলামে বিক্রি হয়েছে সেটির দাম ৫৯ লাখ ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৭৭ কোটি টাকা ( প্রতি পাউন্ডের দাম ১৩০ টাকা ধরে)। বিরল জাতের কালো হিরার ওই কলমটি তৈরি করেছিল কলমের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড টিবালদি।


হিরার তৈরির বিশ্বের দামি সেই কলমের কথা না হয় বাদই দিলাম। দেশের বাজারে একটি কলমের দাম যদি হয় ২৬ হাজার টাকা, তাহলে বিষয়টিকে কীভাবে দেখবেন। হ্যাঁ, দেশে ২৬ হাজার টাকায় একটি কলম বিক্রির জন্য বাণিজ্য মেলায় তোলা হয়েছে। আর এ দামের কারণে এরই মধ্যে মেলায় আগত দর্শনার্থীদের নজর কেড়েছে কলমটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও