রোহিঙ্গা সংকট নিয়ে সোহেল রহমানের নতুন সিনেমা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ১৩:২৭
রোহিঙ্গা গণহত্যার পাঁচ বছর পর বাংলাদেশি-পর্তুগিজ চলচ্চিত্র নির্মাতা সোহেল রহমান নির্মাণ করছেন তার নতুন সিনেমা ‘অটোপসি অফ এ জেনোসাইড’। পর্তুগাল থেকে ফিরে উখিয়ার শরণার্থী শিবিরে এরই মধ্যে সিনেমার চিত্রায়ন শুরু করেছেন তিনি।
এর আগে ২০১৭ সালের রোহিঙ্গা গণহত্যা নিয়ে সোহেল নির্মাণ করেন ‘দ্যা আইসক্রিম সেলারস’। গণহত্যা থেকে পালিয়ে আসা ছোট দুই রোহিঙ্গা ভাই-বোনের জীবন সংগ্রামের মানবিক গল্প চিত্রিত হয় দ্যা আইসক্রিম সেলারস সিনেমাটিতে।
বিশ্বব্যাপী অনেক চলচ্চিত্র উৎসব এবং নামকরা বিশ্ববিদ্যালয়ে সে সিনেমার সফল প্রদর্শনী হয়। কানাডার মন্ট্রিলে সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং যুক্তরাস্ট্রের সিয়াটলে তাসভীর সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডকুমেন্টারি ফিল্ম এওয়ার্ডও অর্জন করে সিনেমাটি।