একনেক সভায় উঠছে ইভিএম প্রকল্প

বাংলা ট্রিবিউন নির্বাচন কমিশন কার্যালয় প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ২১:০১

আগামী একনেক সভায় উঠছে নির্বাচন কমিশনের (ইসির) ইভিএম প্রকল্প। আগামী মঙ্গলবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের এজেন্ডায় ইসির ইভিএম কেনার প্রকল্প না থাকলেও বিষয়টি টেবিলে উঠতে পারে। ওই বৈঠকে এ প্রকল্প পাস হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড়শ’ আসনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করে ভোট গ্রহণে ইসির সিদ্ধান্তের অনিশ্চয়তা কেটে যাবে।


কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড়শ’ (সর্বোচ্চ) আসনে ইভিএম ব্যবহার করে ভোটগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। তবে, হাতে থাকা ইভিএম দিয়ে ৬০-৭০টি আসনে ভোট করার সক্ষমতা থাকায় নতুন করে ইভিএম সংগ্রহের উদ্যোগ গ্রহণ করে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে গত সেপ্টেম্বর মাসে কমিশন সভায় দুই লাখ নতুন ইভিএম কেনাসহ তা রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের জন্য ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত হয়।




 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও