কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্মার্টওয়াচের ঢাকনা খুললেই বেরিয়ে আসবে হেডফোন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ১৬:২৮

সম্প্রতি হুয়াই নিয়ে এলো নতুন ওয়াচ বাড। স্মার্টওয়াচের মধ্যেই থাকবে হেডফোন। এখন আর আলাদা করে সংস্থার হেডফোন এবং ঘড়ি কিনতে হবে না। দিন দিন স্মার্টওয়াচের জনপ্রিয়তা বেড়েছেই চলেছে। বিভিন্ন আকারের স্মার্টওয়াচ বাজারে আসছে প্রতিদিন। স্মার্টওয়াচের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে ওয়্যারলেস হেডফোনের ব্যবহার।


আগে নেকব্যান্ড হেডফোন ব্যবহার করলেও এখন অনেকেই ট্রুও্যারলেস ডিভাইস কেনার দিকে ঝুঁকছেন। এই ধরনের ইয়ারফোনগুলো একটা চার্জিং কেসের মধ্যে রাখতে হয়। তবে যদি এমন হয় স্মার্টওয়াচের মধ্যেই TWS রেখে চার্জ করা যাবে, এমন ইচ্ছা আছে অনেকের মনেই। এবার সেই স্বপ্ন পূরণ করলো স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থা হুয়াই। হুয়াই ওয়াচ বাডসে থাকছে ম্যাগনেটিক লিড। এই লিড খুললে ভেতরে একজোড়া ইয়ারফোন দেখতে পাবেন। এতে রয়েছে ৩ডি কার্ভড ডিসপ্লে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও