You have reached your daily news limit

Please log in to continue


ভারতের বিপক্ষে খেলতে পারবেন না স্টার্ক

ভারতের বিপক্ষে চার ম্যাচের সিরিজ খেলতে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। যেখানে আছেন অস্ট্রেলিয়ার সেরা পেসার মিচেল স্টার্ক। তবে ইনজুরির জন্য ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবেন না এই পেসার।

এদিকে ভারতের মাটিতে খেলা বলে এই সিরিজের জন্য স্পিনে জোর দিয়েছে অজি ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ নাথান লায়নের পাশাপাশি মোট ৪ জন স্পিনারকে দলে রেখেছে দলটি।

প্রথমবারের মতো দলটি সুযোগ দিয়েছে আনক্যাপড টড মারপিকে। ভিক্টোরিয়াতে খেলা ২২ বছর বয়সী এই স্পিনার চলতি মৌসুমে আছেন দারুণ ফর্মে। ৭ ম্যাচে এই অফস্পিনার ২৯ উইকেট শিকার করেছেন। এ ছাড়া দলে আছেন অ্যাস্টন অ্যাগার এবং লেগ স্পিনার মিচেল সোয়েপসন।

অস্ট্রেলিয়ার হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ বক্সিং ডে টেস্টে আঙুলে ব্যথা পেয়েছেন স্টার্ক। এই ক্রিকেটারকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছে না অজি ক্রিকেট। তাই ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রথম টেস্টে মাঠে নামবেন না তিনি। তবে দিল্লিতে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন স্টার্ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন