৩ কিলোমিটার রেললাইন যেন মৃত্যুফাঁদ, এক বছরে ১৬ মৃত্যু

ডেইলি স্টার সৈয়দপুর প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ০৯:২০

ট্রেনের কাটা পড়ে দেশের বৃহত্তম রেল কারখানার শহর নীলফামারীর সৈয়দপুরে মৃত্যুর মিছিল যেন থামছেই না। গেল বছর শহরের ৩ কিলোমিটার রেললাইনের বিভিন্ন অংশে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন অন্তত ১৬ জন।


সৈয়দপুর রেলওয়ে থানা সূত্রে সম্প্রতি এমন উদ্বেগজনক তথ্য জানা গেছে। নতুন বছরের প্রথম সপ্তাহেও সেখানে এক কিশোরের মৃত্যু হয়েছে।


রেল পুলিশ ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হলেও, রেল লাইনে ব্যবসা-বাণিজ্য পরিচালনা, হাঁটাচলাসহ অন্যান্য কর্মকাণ্ড থেকে মানুষকে থামানো যাচ্ছে না।


সুশাসনের জন্য নাগরিক (সুজন) সৈয়দপুরের সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার শামীম দ্য ডেইলি স্টারকে বলেন, 'পশ্চিমাঞ্চল রেলের পার্বতীপুর-চিলাহাটি রেল সেকশনের মাত্র ৩ কিলোমিটার অংশ এক সাক্ষাৎ মৃত্যুফাঁদ। এই অংশে সৈয়দপুর পৌরসভার দক্ষিণের বানিয়াপাড়া রেল সিগন্যাল থেকে উত্তরে ওয়াপদা মোড় রেলক্রসিং।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও